রাজশাহীতে বারসিকের সহযোগিতায় আন্তর্জাতিক বার্ষিক প্রচারণায় গ্লোবাল ১৬ ডেজ ক্যাম্পইন অনুষ্ঠিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

আন্তর্জাতিক বার্ষিক প্রচারণার অংশ হিসেবে রাজশাহীতে গ্লোবাল ১৬ ডেজ ক্যাম্পইন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) দুপুরে মহানগরীর চোদ্দোপাই বস্তিতে বারসিকের সহযোগিতায় এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। নিজেদের জীবনের বাস্তব চিত্র সমাজের সামনে তুলে ধরতে বস্তিবাসির নোংরা নালা ও অস্বাস্থ্যকর পরিবেশের পাশেই এ কর্মসূচি পালন করেন।
এ ক্যাম্পেইনে রাজশাহী মহানগরীর বস্তিবাসী নারীরা জলবায়ু পরিবর্তন, জেন্ডার বৈষম্য ফলে তাদের সমস্যা গুলো বিভিন্ন ব্যানার ফেস্টুন ও শ্লোগানের মাধ্যমে উত্থাপন করেন।
জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রথমে এবং সবচেয়ে বেশি পড়ে দরিদ্র মানুষের উপর, দারিদ্র কোন অপরাধ নয় একে অপরাধ হিসেবে দেখা বন্ধ করতে হবে। বস্তিবাসীর নিরাপদ ঘর নেই, রাস্তা অনিরাপদ, বস্তির শিশুর ভবিষ্যৎ অনিরাপদ এ সকল সমস্যাগুলোর উত্তোলনের দাবি তুলে ধরা হয়।
এছাড়াও এ প্রদর্শনের মাধ্যমে তারা সরকারের উন্নয়ন পরিকল্পনায় বস্তিবাসীর জীবন, নিরাপত্তা ও সম্মান নিশ্চিতের আহ্বান জানান।
উল্লেখ্য, গ্লোবাল ১৬ ডেজ ক্যাম্পইন একটি আন্তর্জাতিক বার্ষিক প্রচারণা, যা নারীর প্রতি সহিংসতা, জেন্ডার ভিত্তিক হিংসা ও অত্যাচার বন্ধ করার লক্ষ্যে পরিচালিত হয়।