রাজশাহীতে বিশ্ব ডাক দিবস-২০২৫ পালিত
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…
জনগণের জন্য ডাক, স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর এই প্রতিপাদ্যে রাজশাহী পালিত হয়েছে বিশ্ব ডাক দিবস-২০২৫।
দিবসটি উপলক্ষে আজ সকালে মহানগরীর লক্ষিপুরের ডাক বিভাগের কার্যালয় সামনে থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাক বিভাগের অফিসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তাগণ বলেন, ডাকবাক্স, ডাকঘর, ডাকপিয়ন এসব শব্দ আজকের যুগে খুব প্রয়োজনীয় না হলেও একসময় মানুষের মন এসবেই পড়ে থাকতো। দিনের পর দিন অপেক্ষা করে থেকেছে ডাক পিয়নের জন্য। সবই এখন আধুনিকতার আলোতে পুরাতন স্মৃতিতে ঠাঁই নিয়েছে। এখন ডিজিটাল যুগে এসে আগের আবেদন হারিয়ে গেলেও ডাক বিভাগকে নিয়ে সময়োপযোগী চিন্তাভাবনা করছে সরকার। সে অনুযায়ী ইতোমধ্যে কিছু কার্যক্রমও গ্রহণ করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় গত বছরই জানিয়েছিল, বড় চ্যালেঞ্জ ছিলো চিঠিপত্রের যুগ শেষ হওয়ায় দুর্দশাগ্রস্ত ডাক সার্ভিসকে একটা ভাল অবস্থানে নিয়ে যাওয়া। আমরা ইতোমধ্যে সেটা অনেকটা পেরেছি। ই-কমার্সের জন্য ডাকঘর এখন একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উত্তরাঞ্চল পোস্টমাস্টার জেনারেল কাজী আসাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিওনাল ম্যানেজার ডাক জীবন বীমার খন্দকার মাহবুব হোসেন, রাজশাহীর সিনিয়র পোস্টমাস্টার মাহফুজুর রহমান, ডিপিএমজি রাজশাহী পোস্টাল বিভাগের রাকিব বিশ্বাস।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উত্তরাঞ্চলের অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল ড. মোহাম্মদ জিয়াউর রহমান। এছাড়া পোস্টাল কমপ্লেক্স নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে দিবসটি উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করা হয়।