রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা পাড়ে গ্যাসের বুদবুদ নিয়ে এলাকায় চাঞ্চল্য
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে…
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পদ্মা নদীর পাড়ের পানিতে বেশ কিছু জায়গায় বুদবুদ বের হচ্ছে, স্থানীয়দের ধারনা এটি একটি ‘গ্যাস’। এর মধ্যে বেশির ভাগ বুদ্বুদই হচ্ছে পানির ভেতর। নদীর পাড়ে হওয়া বুদবুদগুলোতে জ্বলন্ত দিয়াশলাইয়ের কাঠি ধরতেই আগুন জ্বলছে।
গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল থেকে উপজেলার প্রেমতলী ঠাকুরঘাট এলাকায় এমন বুদবুদ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। এরপর গভীর রাত পর্যন্ত নদীর পাড়ে ভিড় করেছিলেন উৎসুক মানুষ।
আজ বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকেই সেখানে ভিড় করেন আশপাশের গ্রামের নারী-পুরুষ ও শিশুরা।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহম্মেদ বিষয়টি তদন্তের জন্য সেখানে ফায়ার সার্ভিসের একটি দল পাঠান। দুপুরে ফায়ার সার্ভিসের দলটি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বুদবুদের বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করানো হবে বলে জানান।
এলাকাবাসি জানান, কয়েকদিন ধরে নদীর পানি কমে গেছে। গতকাল (মঙ্গলবার) এলাকার লোকজন এই বুদ্বুদ দেখতে পান। এরপর থেকেই উৎসুক মানুষের ভিড় লেগে আছে। গভীর রাত পর্যন্ত লোকজন আগুন জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি দেখেছেন।
