রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সুজন হোসেনের প্রতিবেদনে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ আনুষ্ঠানিক ভাবে এ প্রতীক বরাদ্দ দেন। এ সময় সকল প্রার্থীরা উপস্থিত ছিলেন। রাজশাহী-১ আসনের আটজন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও রাজশাহী-২, রাজশাহী-৩, রাজশাহী-৪, রাজশাহী-৫ এবং রাজশাহী-৬ আসনে ৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। রাজশাহীর-১ তানোর গোদাগাড়ি আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি ট্রাক প্রতীক পেয়েছেন। প্রতীক পাওয়ার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, আমি শাসক হতে চাই না। সেবক হতে চাই। মানুষ যখন বলবে, ট্রাক খাদে পড়ে যাবে, চাকা পাংচার হয়ে যাবে এই কথা গুলোই আমার জন্য প্রচারণা হিসেবে কাজ কাজ করবে। এছাড়াও ছয়টি সংসদীয় আসনের প্রার্থীরা প্রতীক পাওয়ার পর তাদের অনুভূতি ব্যক্ত করেন। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। নির্বাচনি আচরণবিধি দেখার জন্য ১৪ জন ম্যাজিস্ট্রেটের পাশাপাশি একজন রিটার্নিং কর্মকর্তা এবং ১১ জন সহকারি রিটার্নিং কর্মকর্তা মাঠে কাজ করছেন।