রাজশাহীর তানোরে হঠাৎ দেখা মিললো বিরল প্রজাতির হুনুমান

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী জেলার তানোর উপজেলায় দেখা মিলেছে বিরল প্রজাতির একটি হুনুমান। হুনুমানটি এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে । হঠাৎ হুনুমানের আর্বিভাবে সাধারণ মানুষের মধ্যে যেন উৎল্লাসের কমতি নেই। বিশেষকরে ছোট বাচ্চারা হুনুমানটি দেখে খুব আনন্দ উপভোগ করছে।

তানোর-মুন্ডুমালা সড়কের আড়াদিঘীর রাস্তার একটি আম গাছে দেখা মিলে হুনুমানটির। মুখ পোড়া লম্বা লেজের হুনুমানটি দেখতে উৎসুক জনতার ভীড় অন্যরকম এক আবহের সৃষ্টি করেছে। অনেকে মনে করছেন বন্যপ্রানী সংরক্ষণ অধিদপ্তরে জানিয়ে এটি সংরক্ষণ করা প্রয়োজন। তা না হলে যে কেউ ঢিল ছুড়ে আহত করতে পারে হুনুমানটিকে। এতেকরে হুনুমানটি ক্ষিপ্ত হয়ে মানুষকে আক্রমন করতে পারে।

তাই দ্রুত হুনুমানটিকে উদ্ধার করে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা বলছেন স্থানীয় এলাকাবাসী।