রাজশাহীর পবার নারী হত্যায় গ্রেপ্তার তিন আসামির একজনের স্বীকারোক্তি

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীর পবা থানায় আলোচিত নারী হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তিন আসামির একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) গত সোমবার (২০ অক্টোবর) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিহত নারীর নাম বিউটি বেগম। ধানখেত থেকে লাশ উদ্ধারের পর পবা থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে হত্যার রহস্য উদঘাটন করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত তিন আসামিরা হলেন পবা থানার বাগসারা গ্রামের মো. তারা মিয়া, মহানন্দাখালী এলাকার মো. ফারুক হোসেন এবং পিল্লাপাড়ার মো. হেলাল উদ্দিন।
গ্রেপ্তারের পর তিন আসামিকে গত সোমবার আদালতে হাজির করা হলে মো. তারা মিয়া স্বেচ্ছায় ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি হত্যাকান্ডের নিজের সম্পৃক্ততা স্বীকার করেন এবং অপর দুই সহযোগীর নামও প্রকাশ করেন। তারা মিয়ার জবানবন্দি অনুযায়ী, নিহত বিউটি বেগম টাকার বিনিময়ে অসামাজিক কার্যকলাপে জড়িত ছিলেন। পাঁচ হাজার টাকার বিনিময়ে একবারের জন্য বিউটি বেগমের সঙ্গে তাদের চুক্তি হয়। তবে চুক্তি অনুযায়ী অর্থ না দিয়ে পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করে ধানের জমিতে মরদেহ ফেলে রাখা হয়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অপর দুই আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হবে।