রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু ১

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক জন শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক জন শিশু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণকারী হলেন চাঁপাইনবাবগঞ্জের নোয়ানসুখি এলাকার শামভিল। তিনি চাঁপাইনবাবগঞ্জে আক্রান্ত দিবাগত (২৯-০৭-২০২৫) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আর গত ২৪ ঘন্টায় হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জন রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন রোগী। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২০ জন রোগী। ডেঙ্গু আক্রান্ত রোগীগুলো ১৩, ১৪, ১৬, ২৪, ৩৬ ও ৩৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, চলতি বছর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন ২৫০ জন রোগী। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২৭ জন। আর ডেঙ্গুতে চিকিৎসাধীন অবস্থায় ০৪ জন রোগীর মৃত্যু হয়েছে।