রাজশাহী জেলা ও মহানগর ওলামাদল’র আহ্বায়ক কমিটি গঠন
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে এস,এম, আব্দুল্লাহর প্রতিবেদনে…
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল রাজশাহী জেলা ও মহানগর শাখার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকালে মহানগরীর বারো রাস্তার মোড়ে একটি রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগের টিম প্রধান মাও: ইনামুল হক মাজেদী’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল কেন্দ্রীয় কমিটির সদস্য মাও: তাজ উদ্দীন খাঁন’র সঞ্চালনায় সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মো: এনামুল হক, মাও: কাজী মো: মোখলেছুর রহমান, মাও: আব্দুর রাজ্জাক ও মাও: ইঞ্জিনিয়ার জামাল উদ্দীন উপস্থিত ছিলেন।
সভা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল রাজশাহী মহানগর শাখার আহবায়ক হাফেজ মাও: আবিদ হাসান এবং হাফেজ মাও: ফরহাদুল ইসলামকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। আর ওলামাদল রাজশাহী জেলা শাখার আহবায়ক হাফেজ মাও: তাজ উদ্দীন খাঁন এবং হাফেজ মাও: কাজী মো: নুরুল আলমকে সদস্য সচিব করে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।
রাজশাহী জেলা ও মহানগর শাখার গঠন করা এই আহবায়ক কমিটিকে দ্রুত সময়ের মধ্যে পূণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।