রাজশাহী বোর্ডে এইচএসসিতে পাসের হার ৭৮.৪৬ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ২৫৮ জন

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সুজন হোসেনের প্রতিবেদনে

রাজশাহী শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাশের হার দাঁড়িয়েছে ৭৮ দশমিক ৪৬ শতাংশ। গত বছরের চেয়ে পাশের হার কমেছে ৩ দশমিক ১৪ শতাংশ। আজ রোববার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এ ফল ঘোষণা করা হয়েছে।এবার বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ৪০ হাজার ১১৫ জন। এর মধ্যে ছাত্রদের পাসের হার ৭৩ দশমিক ৫৫ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৮৩ দশমিক ৯৭ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছে ১১ হাজার ২৫৮ জন। এর মধ্যে জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রের সংখ্যা ৫ হাজার ৪৫৪ জন আর জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রীর সংখ্যা ৫ হাজার ৮১৩ জন। রাজশাহী শিক্ষা বোর্ডের অধিনে ৮ জেলার ৭৪৯ টি কলেজ থেকে এ সকল শিক্ষার্থী এইচএসি পরীক্ষায় অংশ নেয়। মোট ২০০ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।ভালো ফলাফল করায় উৎসাহ প্রকাশ করেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের ভালো ফলাফল করার বিষয়ে রাজশাহীর বিভিন্ন কলেজের প্রধানরা জানান….