সরকারি কলেজে বেসরকারি কর্মচারীদের চাকুরী রাজস্বখাতে স্থানান্তরের দাবীতে রাজশাহীতে মানববন্ধন

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে ওয়ালিউর রহমান বাবুর প্রতিবেদনে…

 

বাংলাদেশের সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকুরী নিয়মিত ও রাজস্বখাতে স্থানান্তরের দাবীতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার দুপুরে নিউ গভঃ ডিগ্রী কলেজের প্রধান ফটকের সামনে রাজশাহীর সরকারি কলেজের বেসরকারী কর্মচারী ইউনিয়ন পরিষদ নিউ গভঃ ডিগ্রী কলেজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে রাজশাহীর সরকারি কলেজের বেসরকারী কর্মচারী ইউনিয়ন পরিষদ নিউ গভঃ ডিগ্রী কলেজের সভাপতি শফিকুল ইসলাম সুইটের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কলেজ শাখার উপদেষ্টা সুমন সরকার, সাধারন সম্পাদক মোহাম্মদ মহসীন, প্রচার সম্পাদক আসাদুল হক, মহিলা বিষয়ক সম্পাদক জেসমীন সুলতানা রিমা সদস্য হারুনুর রশিদ, সোহেল রানা প্রমুখ। বক্তাগণ বলেন, আমাদের দুই দফা দাবি অতিদ্রুত বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি বিশেষ অনুরোধ রইলো।

দাবিগুলো হলো- সরকারি কলেজে কর্মরত বেসরকারী কর্মচারীদের চাকুরী নিয়মিত ও রাজস্বখাতে স্থানান্তর করতে হবে। চাকুরী নিয়মিত করণের পূর্ব পর্যন্ত সরকারি স্কেল অনুযায়ী বেতন ভাতাদি প্রদান করতে হবে। এদিকে একই দাবিতে রাজশাহী কলেজেও মানববন্ধণ অনুষ্ঠিত হয়।