পাকিস্তানে ১০টি আফগান শিবির বন্ধ, ফেরত পাঠানো হলো ৮৫ হাজার শরণার্থীকে
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে…
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আফগান শরণার্থীদের জন্য থাকা ১০টি শিবির সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে এখন পর্যন্ত প্রায় ৮৫ হাজার আফগান নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ। নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে আফগানিস্তানের টোলো নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, কোয়েটা শহরে অবৈধভাবে বসবাসরত আফগান নাগরিকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। শুধু গতকালই সেখানে ৩,৮৮৮ জন শরণার্থীকে আটক করা হয়েছে। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, ‘কোয়েটায় আফগান শরণার্থীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং অবৈধভাবে থাকা হাজারো শরণার্থীকে আটক করা হয়েছে।’ একজন শরণার্থী, আতিকুল্লাহ মনসুর, বলেন, ‘আফগানিস্তান ও পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার পর থেকে অভিবাসীদের গ্রেফতার ও জোরপূর্বক ফেরত পাঠানো আগের তুলনায় অনেক বেড়ে গেছে।’ আরেক শরণার্থী, মোহাম্মদ রেজা সাজিশ, জানান, ‘প্রতিদিনই ফেরত পাঠানো চলছে। আমরা এখন ঘরের বাইরে যেতে ভয় পাই।’
উল্লেখ্য যে, শনিবার থেকে সীমান্তে সহিংসতা বেড়ে যায়। ওই সময় তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফরে ছিলেন। এরপর তালেবানরা দক্ষিণ সীমান্তে পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা হামলা চালায় এবং ইসলামাবাদ পাল্টা হামলার হুমকি দেয়। প্রায় চার দিনের সংঘর্ষের পর গত বুধবার ৪৮ ঘণ্টার সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ। পাকিস্তান জানায়, এই যুদ্ধবিরতি ৪৮ ঘণ্টা চলবে। তবে কাবুল জানিয়েছিল, পাকিস্তান ভঙ্গ না করা পর্যন্ত যুদ্ধবিরতি বলবৎ থাকবে।
জাতিসংঘের আফগান সহায়তা মিশন (ইউএনএএমএ) জানিয়েছে, সাম্প্রতিক সংঘর্ষে আফগান সীমান্তে অন্তত ৩৭ জন নিহত ও ৪২৫ জন আহত হয়েছেন। সংস্থাটি উভয় পক্ষকে শান্তি ও স্থায়ী সমাধানের আহ্বান জানিয়েছে।
